বার্সেলোনা থেকে এই মৌসুমে আসা লুইস সুয়ারেজের সঙ্গে তরুণ জোয়াও ফেলিক্সের চোখধাঁধানো ফর্মের সুবাদে শুরু থেকেই লিগের শিরোপাদৌড়ে নিজেদের এগিয়ে রেখেছে দিয়েগো সিমিওনের আতলেতিকো।মঙ্গলবার রাতের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ম্যাচের ১৭তম মিনিটে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরেয়া। লিড নিয়েই বিরতিতে যায় অ্যাতলেতিকো।বিরতির পরও ম্যাচে আধিপত্য ধরে রাখে সিমিওনের শিষ্যরা। ম্যাচের ৭৬তম মিনিটে ফার্নান্দো লরেন্তের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাউল নিগুয়েজ। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সুয়ারেসরা ।
এ জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
গত সপ্তাহে স্পেনকে নাড়িয়ে দিয়ে যাওয়া তুষারঝড়ের কারণে আতলেতিকোর মাঠে আতলেতিকো বনাম অ্যাথলেটিক বিলবাও ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। যে কারণে কয়েক দিনের বাড়তি বিশ্রাম পেয়েছে মাদ্রিদের লাল-সাদা দলটি। এর মধ্যে এই ম্যাচে আতলেতিকোর জন্য সুখবর হয়ে আসে ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়েরের ফেরাও।