কিডনিতে সংক্রমণ বা ইনফেকশন মানবদেহের মারাত্মক রোগগুলোর মধ্যে একটি। সমস্যা তীব্র না হওয়া পর্যন্ত কিডনি ইনফেকশনের লক্ষণগুলি প্রকাশ পায় না, অধিকাংশ সময়েই সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায় না। কিডনি সংক্রমণের উপসর্গগুলি জানা জরুরি।
১. কিডনি সংক্রমণ হলে অতিরিক্ত তাপমাত্রায় জ্বর হয়। সেই সঙ্গে তীব্র কাঁপুনিও দেখা দেয়। বমি বমি ভাব, বমি হওয়া এবং ডায়রিয়া দেখা দেয়।
২. খাদ্যে অরুচি বা অতিরিক্ত দুর্বলতা অনুভূত হয়।
৩. ঘন ঘন প্রস্রাব আর প্রস্রাবের সময় জ্বালাপোড়া করে। ঘোলাটে ধরণের প্রস্রাব হওয়া বা প্রস্রাবের সঙ্গে রক্তপাতও কিডনির সংক্রমণ প্রকাশ করে।
৪. পিঠের নিচের অংশের একদিকে ও কুঁচকিতে ব্যথা হয়।
কিডনির সংক্রমণ প্রতিরোধের কয়েকটি উপায় রয়েছে, তার মধ্যে রয়েছে ঃ
- প্রতিদিন ২ থেকে ৩ কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে সংক্রমণের হাত থেকে কিডনিকে দূরে রাখা সম্ভব।
- অ্যালোভেরার রস কিডনির ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।
- রসুনের জীবাণুনাশক (অ্যান্টিমাইক্রোবিয়াল) উপাদান কিডনির সুস্থতার জন্য দারুন কার্যকরী।