সোমবার (৩০ মার্চ) সকালে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বাজারের পাশে কৃষকরা মানববন্ধন করেন। মানববন্ধনে কৃষকরা ক্ষেত থেকে আর শসা তুলবেন না বলে ঘোষণা দিয়েছেন।
বাজারে একটা মোটামুটি মানের মাস্কের দাম গড়ে ৪০ টাকা। আর ৫২ কেজি ওজনের এক বস্তা শসার দাম পাইকাররা বলছেন মাত্র ৩০ টাকা। তাও কিনতে চাইছেন না অনেকেই। দর নামতে নামতে কেজি প্রতি মোটে ৫০ পয়সা হওয়ায় এক বস্তা শসা বেচেও একটা মাস্ক কিনতে না পারার এমন পরিস্থিতিতে সরকারের নজর দাবি করে দুই শতাধিক কৃষক মানববন্ধন করেছেন।
প্রতি বিঘা শসা উৎপাদনে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পাইকাররা ৩০ টাকা বস্তা করে দাম দিচ্ছেন যা দিয়ে শ্রমিকদের মজুরিও হচ্ছে না। পাইকাররা শসা নিয়ে ৩ দিন পর টাকা দিচ্ছেন। তাই চাষীরা শশা তুলবেন না বলে জানিয়েছেন।