ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
চ্যান গি কিয়ং মালিন্দো এয়ারের ওডি ১৬৬ নম্বর ফ্লাইটে আসছিলেন। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। এ সময় বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাঁকে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন। তাঁর কাছে কোনো ব্যাগ বা ঘোষণাপত্র পাওয়া যায়নি।
এ ঘটনায় চ্যান গি কিয়ংয়ের বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।