নিজের নামের সুবিচার করতে পারছিলেন না ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। প্রথম টেস্টেও স্পিন সহায়ক উইকেটে উইকেট পাননি। বল করার সুযোগ পেয়েছিলেন মাত্র কয়েক ওভার। এবার দ্বিতীয় টেস্টে অজিদের প্রথম ইনিংসে শুরুতেই আঘাত হানলেন তিনি। অজিদের দলীয় ৫ রানে ম্যাট রেনশকে (৪) অধিনায়ক মুশফিকুর রহিমের অসাধারণ এক ক্যাচে পরিণত করলেন মুস্তাফিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত অতিথিদের রান ১ উইকেটে ৯।
এর আগে ৩০৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সাব্বির ৬৮, মুশফিক ৬৬ এবং নাসির হোসেনের ৪৫ রানের ইনিংসে তিন শ পার করল টাইগাররা। ৭ উইকেট নেন অজি স্পিনার নাথান লায়ন।
৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মুশফিকুর রহিম এবং নাসির হোসেন সতর্ক ব্যাটিং করছিলেন।
সেঞ্চুরির স্বপ্ন দেখানো মুশফিককে ৬৬ রানে থামিয়ে দিনের প্রথম আঘাত হানেন লায়ন। প্রথম দিন সাব্বিরের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ার পর নাসিরের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েছিলেন মুশি।মুশফিক আউট হওয়ার পর দ্রুত রান তোলায় মনযোগ দেন নাসির। একটা সময় মনে হচ্ছিল হাফ সেঞ্চুরি হয়ে যাচ্ছে তার। কিন্তু অ্যাস্টন অ্যাগার তাকে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি করেন। অল-রাউন্ডার মেহেদী মিরাজকে (১১) অনেক দূর থেকে সরাসরি থ্রোতে রান আউট করেন অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাইজুলকে (৯) নিজের সপ্তম শিকারে পরিণত করেন লায়ন। ০ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান।