আওয়ামী লীগ সরকারের গত মেয়াদের নৌমন্ত্রী শাজাহান খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে সাবের হোসেন চৌধুরীকে। এই কমিটির সদস্য করা হয়েছে একই মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, আনোয়ার হোসেন মঞ্জু, মোজাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম ও রেজাউল করিম বাবলুকে।