আগামী ২৮ আগস্ট সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন বিকেল ৫টায় বৈঠক শুরু হবে। সাংবিধানিক বাধ্যবাধকতায় বসা এবারের অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সর্বোচ্চ পাঁচ কার্যদিবস শেষে সংক্ষিপ্ত এই অধিবেশন ১ সেপ্টেম্বর শেষ হতে পারে।
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি বর্তমানে শূন্য রয়েছে। সংবিধান অনুযায়ী, ডেপুটি স্পিকারের পদ শূন্য হওয়ার সাত কর্মদিবসের মধ্যে তা পূরণের বাধ্যবাধকতা রয়েছে। তবে অধিবেশন চলমান না থাকলে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে তা পূর্ণ করার জন্য সংসদ সদস্যরা নতুন একজন সংসদ সদস্যকে এ পদে নির্বাচিত করবেন বলে সংবিধানে বলা আছে। এ পদের জন্য কয়েকজনের নাম আলোচিত হচ্ছে।
নতুন ডেপুটি স্পিকার কে হচ্ছেন, তা নিয়ে সংসদ সচিবালয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেছে। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদের বৈঠকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে একজনের নাম প্রস্তাব করবেন একজন। এই প্রস্তাব আবার অন্য একজন সমর্থন করবেন। একাধিক নাম পাওয়া না গেলে স্পিকার তাঁকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করবেন। তবে হাউসের সমর্থন নিশ্চিত করতে তিনি প্রস্তাবটি কণ্ঠভোটে দেবেন। একাধিক প্রার্থী হলে সংসদ সদস্যদের ভোটে একজনকে নির্বাচিত করবেন।