প্লাস্টিক বা এ জাতীয় পদার্থ প্রকৃতিতে দীর্ঘদিন টিকে থাকে। ফলে এসব পদার্থ দিয়ে পরিবেশের অন্যান্য উপাদানের ক্ষতি হয়।
কিন্তু গবেষকরা সন্ধান পেয়েছেন এমন একটি ফাঙ্গাসের, যা প্লাস্টিককে সম্পূর্ণ খেয়ে নিতে পারে।সম্প্রতি এক গবেষণায় প্লাস্টিক খেকো সেই ফাঙ্গাসের সন্ধান পাওয়া গেছে। পাকিস্তান ও চীনের গবেষকরা পাকিস্তানের ইসলামাবাদের একটি ময়লার ভাগাড়ে সে ফাঙ্গাসের সন্ধান পেয়েছেন।
নয়জন গবেষক মিলে এ ফাঙ্গাসের বিভিন্ন কার্যক্রম অনুসন্ধান করেছেন এবং সে সম্পর্কে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন। এতে তারা জানিয়েছেন, যে প্লাস্টিকগুলো প্রকৃতিতে নষ্ট হওয়ার কথা না, সেগুলোকেও নষ্ট করে ফেলে এ ফাঙ্গাস।
এ বিষয়ে গবেষণাপত্রটির প্রধান লেখক ড. শেহরুন খান। তিনি চীনের কুনমিং ইনস্টিটিউট অব বায়োলজির অন্তর্গত ওয়ার্ল্ড অ্যাগ্রোফরেস্ট্রি সেন্টারে কর্মরত আছেন। তিনি বলেন, তার টিমের লক্ষ্য ছিল প্রকৃতিতে জমা হওয়া প্লাস্টিক কিভাবে নষ্ট করা যাবে তা নির্ণয় করা।
তিনি বলেন, ‘আমরা ইলামাবাদের আবর্জনা ফেলার স্থান থেকে নমুনা সংগ্রহ করি।
অন্যান্য মরা গাছপালা ও প্রাণীর মতো করেই কোনো প্রাণী প্লাস্টিক খেয়ে নেয় কি না, তা অনুসন্ধান করি। ’গবেষণায় দেকা যায়, যে ফাঙ্গাসটির সন্ধান তারা পেয়েছেন, তা শক্তিশালী প্লাস্টিককেও কয়েক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে পারে। আর তাই প্রকৃতিতে থাকা প্লাস্টিক যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য এটি ব্যবহার কা যেতে পারে।
সূত : ডন