দুশ্চিন্তার কালো মেঘ নিয়ে ১০ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন সাকিব আল হাসান। যার আগে বিষণ্ন বদনে বলে গিয়েছিলেন শঙ্কার কথা। তার সেই বক্তব্যের পর গোটা দেশকেই যেন সাকিবের দুঃখ গ্রাস করেছিল। ইনজুরি নিয়েও এশিয়া কাপ খেলার কারণেই এ অবস্থা। সাকিবের এমন অবস্থার জন্য দারুণ সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিকে নানা প্রশ্নে জর্জরিত হতে হয়। কিন্তু গতকাল সেই বিষণ্ন সাকিবই দেশে ফিরলেন হাসি নিয়ে। এসে জানালেন সু-সংবাদও।
আঙুলের ইনফেকশন এখন ভালোর পথে। এমনকি হাতে এখনই অস্ত্রোপচার করা লাগবে না। তাই তার চিন্তা এখন কীভাবে অপারেশন ছাড়াই খেলা যায়। গতকাল অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানে চেপে সকাল সাড়ে ১১টায় দেশে ফিরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। সেখানে তিনি নিজের অবস্থা নিয়ে বলেন, ‘আপডেট ভালো। ইনফেকশন আন্ডার কন্ট্রোল। বাট প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষা করতে হবে। এটা (ইনফেকশন) আবার বাড়লো বা অন্য কোনো সমস্যা হলো কিনা। তবে এখন পর্যন্ত ইনফেকশন নিয়ন্ত্রণেই আছে।’