বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন শেষে ওই আহ্বান জানান জাতীয় দলের এ ক্রিকেটার।
বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায় সফরে গেলেও সাকিব ছুটিতে রয়েছেন দেশে। এ সময় ইউনিসেফের এক প্রোগ্রামে ওই এলাকা সফরে যান এ জনপ্রিয় ক্রিকেটার। ঘুরে দেখেন তিনি মিয়ানমারে নির্যাতিতদের। রোহিঙ্গাদের কাছে যান, তাদের সঙ্গে কথাও বলেন তিনি। তিনি তাদের অবস্থার খোঁজ নিয়েছেন এবং মিয়ানমারে কী ধরনের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য এসেছেন সেটা জেনেছেন।
সাকিব ইন্টারনেটের এক পেজে নিজের ছবি আপলোড করে বলেছেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে। ইউনিসেফের সঙ্গে এখানে এসেছি আমি। আমি বিভিন্ন ক্যাম্পে ঘুরে দেখেছি, রোহিঙ্গারা কতটা অসহায়ের মতো দিন যাপন করছে। আমি চাই সবাই তাদের সামার্থ অনুসারে আশ্রয় নেয়াদের সহায়তায় এগিয়ে আসুক।’
তিনি বলেন, ‘বাংলাদেশ বিশাল গোষ্ঠীর এই রোহিঙ্গাদের সহায়তায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেটা যথেষ্ট পরিমাণ নয় তাদের প্রয়োজনের তুলনায়। তাদের আরো অনেক বেশি বেশি সহায়তা প্রয়োজন।’
সাকিব শিশু ও মহিলাদের প্রসঙ্গটাও তোলেন। আশ্রয় ক্যাম্পে বহু শিশু রয়েছে। যাদের জন্য নেই শিশু খাবার। সাহায্যের জন্য যা যাচ্ছে তার বেশিরভাগ শুকনা ও বড়দের উপযোগী খাবার। ফলে শিশুরা তাদের পর্যাপ্ত খাবার পাচ্ছে না।
তিনি বলেন, ‘ক্যাম্পে ক্যাম্পে বহু শিশু রয়েছে। অনেক মহিলা রয়েছেন। তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রয়োজন। এ জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। তাদের সাহায্যের হাত আরো প্রসারিত করা উচিৎ।’
সাকিব অবশ্য কিভাবে ওই সহায়তা করা যাবে এ জন্য একটা উপায় বলে দেন। দেশ ও বিদেশের সকল বিত্ত ও সামার্থবানকে উদ্দেশে দেশ সেরা অলরাউন্ডার বলেন, ‘আপনি ইউনিসেফের পেজে গিয়ে রোহিঙ্গাদের সহায়তার জন্য একটা স্থান চিহ্নিত করা রয়েছে। সেখানে বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপ এগিয়ে আপনার সহায়তার সেখানে প্রদান করতে পারেন।’
উল্লেখ্য, ইউনিসেফের হিসেব অনুসারে মিয়ানমার নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া আসা রোহিঙ্গা সংখ্যা চার লাখ ৩৬ হাজার বলে উল্লেখ করা হয়েছে।