সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর গত বুধবার দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ায়। এবার তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বাড় সাধারণ ছুটি।
জনপ্রশাসন সচিব জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী ১২ ও ১৩ এপ্রিল সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এবারের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ঘটা করে না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে দিয়েছেন। সরকারিভাবেও সিদ্ধান্ত হয়েছে এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার।