জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আখতার হামিদ সিদ্দিকী নান্নুর নামাজে জানাজা নওগাঁর বদলগাছী শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় ওই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মরদেহে শ্রদ্ধা জানান- নওগাঁ জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনি, সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকিতুল্লাহ, ওসমান আলী, ইফতেখার আহাম্মেদ ইফতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি পারভেজ চৌধূরী, উপজেলা জাসদের সভাপতি ফজলে মোওলা, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহণ করেন উপজেলার সর্বদলীয় নেতা কর্মী, প্রশাসনিক কর্মকর্তা/কর্মচারীসহ এলাকার হাজার হাজার মুসল্লি।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বাদ জোহর নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে মরহুমের শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই তার পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হবে। জানা যায়, গত রবিবার দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতার হামিদ সিদ্দিকী মৃত্যু বরণ করেন।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর