রাজধানীতে হঠাৎ শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাত। আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রচণ্ড গরমে ক্লান্ত নগরবাসী আজ বুধবার সকালেই পেল কাঙ্ক্ষিত বৃষ্টি। সকাল পৌনে সাতটা থেকে আটটা পর্যন্ত রাজধানীতে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমের তীব্র কালবৈশাখী ঝড় হলো আজ ঢাকায়।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান এলাকায় কালবৈশাখী হানা দেয়। এর প্রভাবে ঢাকাসহ সিলেট, রাজশাহী, টাঙ্গাইল, চট্টগ্রামের কিছু জায়গায় থেমে থেমে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু রাজধানী ঢাকায় নয়, ঝড় হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী বয়ে যাচ্ছিল।