সাদামাটা স্থানীয় তরুণ দল নিয়ে প্লে অফে খেলার লড়াইয়ে বেশ ভালো মতোই সামিল ছিল রাজশাহী কিংস। রংপুরের দুর্দান্ত দলের সঙ্গে বেশ পাল্লা দিচ্ছিল তারা। কিন্তু চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে সিলেটের কাছে হেরে চাপ বাড়ল মেহেদি মিরাজের দলের ওপর।
প্রতিযোগিতায় এখনও ভালো মতোই আছে রাজশাহী। কিন্তু জিততে পারলে উঠে যেত রংপুরের আগে। এখন দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে জিতলে আরও একটু এগিয়ে যাবে রংপুর।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে রাজশাহীর বিপক্ষে ব্যাট করতে নামে সিলেট। প্রথমে সাব্বির ফিরে গেলেনও লিটন দাস এবং জেসন রয়ের ব্যাটে ভালো জুটি পায় সিলেট। সিলেটের হয়ে এ ম্যাচে অধিনায়ক সোহেল তানভির ৪ ওভারে ১৭ রান খরচা করে ৩ উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ তার ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি ১৪ বল করে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। রাজশাহীর হয়ে মুস্তাফিজ পান ২ উইকেট।সিলেট এর লিটন ফেরেন ১৩ বলে ২৪ রান করে। আর রয় প্রথম ম্যাচ খেলতে নেমে করেন ২৮ বলে ৪৩ রান। পরের আফিফ ২৮ রান, পুরান ১৯ রান করে করেন। শেষটায় অলক কাপালির ১৬ এবং তানভির সোহেলের ২৩ রানের ওপর ভর করে ১৮০ রান তোলে সিলেট।