শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ পর্যন্ত টাই এর পর সুপার ওভারে জিতে নিল ইংল্যান্ড। তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফির ছোঁয়া পায়নি ক্রিকেটের জনক ইংল্যান্ড। এবার চতুর্থবার তারা সেই গৌরব আর্জন করেছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে সুপার ওভারও টাই হয়ে মুকুট তুলে নেয় ইংল্যান্ড।
(রিপোর্ট: আবু জুবায়ের হোসেন রাব্বি)