সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ‘সোমবার, ১১ মার্চ, ২০২৪, এই বছরের জন্য পবিত্র রমজান মাস শুরু করার ঘোষণা দিয়েছে’। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হিসেবে বিবেচিত রমজান ইসলামি ক্যালেন্ডারে অপরিসীম তাৎপর্য বহন করে।
রমজান আধ্যাত্মিক চিন্তাভাবনা, আত্ম-উন্নতি এবং উচ্চতর ভক্তির সময়। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে শক্তি এবং অধ্যবসায় দিয়ে আশীর্বাদ করুন। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে যায়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। পবিত্র রমজান হল আমাদের পেটকে খালি করে আত্মাকে খাওয়ানোর সময়। এটিই সবচেয়ে ভালো সময়।
রমজানুল কারিম!