চলতি বছর জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে মার্চেই শেষ হবে কার্পেটিং। আর এ মাসেই শেষ হবে মুভমেন্ট জয়েন্টের কাজ। বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজও চলছে দ্রুত গতিতে।
জুন মাস যতই এগিয়েছে আসছে কাজের গতি বাড়ছে। আর মানুষের অপেক্ষার পালাও কমে আসছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু এখন বাস্তবের দোরগোড়ায়। নিজস্ব অর্থায়নে এত বড় কর্মযজ্ঞের মাইলফলকও এটি।
মূল সেতুর অগ্রগতি এখন সাড়ে ৯৬ শতাংশের বেশি। দেশের দীর্ঘতম এই সেতুতে কাজ করছেন ২ হাজার বিদেশিসহ মোট ৫ হাজার কর্মী।
কুয়াশায় মোড়ানো পদ্মা নিস্তরঙ্গ শান্ত নদীর বুকে দূর থেকে ভেসে ওঠে কোটি মানুষের স্বপ্ন। স্বপ্নের পদ্মা সেতু খুলে দেয়া হবে আগামী জুনে। তবে কত তারিখে উদ্বোধন হবে, তা ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, নিচ দিয়ে চলবে রেল। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। দক্ষিণের মানুষ এখন সেতুটি চালুর অপেক্ষায়।