আগামীকাল ভোরে নতুন বছর ২০২২ সালের সূর্যোদয় হবে। নানা প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতা, অনেক মৃত্যু-জন্ম এবং প্রতিশ্রুতি ও সম্ভাবনার সাক্ষী হয়ে বিদায় নিচ্ছে ২০২১।
বিদায়ি বছরে বাংলাদেশ বাঙালির বিজয়ের সুবর্ণ জয়ন্তীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে।
২০২১ সালটা খুব ভালো কেটেছে, বলার উপায় নেই৷ বছরটা শুরু হয়েছিল সারা বিশ্বকে থমকে দেয়া সার্স কোভিড-১৯ ভাইরাসজনিত অতিমারীর দ্বিতীয় ঢেউকে সঙ্গে নিয়ে৷ আগের বছরের ধাক্কা সামলে নিয়ে আমরা তখন কেবল ঘুরে দাঁড়াতে শুরু করেছি৷
তারপর অবশ্য ঠিকই ঘুরে দাঁড়ানোর সময়টা এসেছে, বিশেষ করে অক্টোবরে এসে প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া, সীমিত পরিসরে হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ আমাদের আশার আলো দেখিয়েছে৷ কিন্তু ২০২২ যখন কড়া নাড়ছে দরজায়, তখন আবার কোভিডের নতুন এক রূপ চোখ রাঙাচ্ছে আমাদের৷ উন্নত বিশ্বের কোনো কোনো দেশকে বেশ নাড়া দিয়ে ওমিক্রন ঢুকে পড়েছে বাংলাদেশেও, যদিও এখন পর্যন্ত খুব ভয়ঙ্কর কিছু হয়ে ওঠেনি সেটা৷
‘মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে’
২০২১ সালের বিদায় আর ২০২২ সালের আগমনী-ক্ষণের ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই দুটি লাইন মনে পড়ে যাচ্ছে বার বার৷