দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন দেশে ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্ত বেড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।