সোনাইমুড়ীতে বঙ্গবন্ধু ভিলেজে শিশু কণ্যাকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার ১ জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ৮নং সোনাপুর ইউনিয়নের হিরাপুর বঙ্গবন্ধু ভিলেজ আশ্রয়নের ঘরে ৭ বছরের এক কণ্যা শিশুকে মুখ চেপে ধর্ষনের চেষ্টা করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া বঙ্গবন্ধু ভিলেজে তারা ১৫৫ নম্বর ঘরে বসবাস করে আসছেন। তাদের প্রতিবেশী নূর নবী বঙ্গবন্ধু ভিলেজের ৯৬ নম্বর ঘরে চা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে আসছে। রবিবার বিকেলে নির্যাতিত শিশুটি চিপস কেনার জন্য নূর নবীর দোকানে গেলে সে কৌশলে ঐ শিশুটিকে দোকানে ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা চালায়।
পুলিশ ঘটনা স্থল থেকে নুর নবীকে আটক ও শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। রাতে নির্যাতিত শিশুর পিতা মুরাদ হোসেন বাপ্পি (৩০) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা রুজ্জু করে আটক লম্পট নুর নবীকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট কোর্টে পাঠায়। সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে নূর নবী (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়।