গায়ে সেনার পোশাক, ঠোঁটের কোনে মিষ্টি হাসি। বুধবার এভাবে ধোনিকে দেখে মুহূর্তেই মোহিত ভারতের শ্রীনগর। কাশ্মীরে অতিথি হয়ে গিয়ে শ্রীনগরের আর্মি পাবলিক স্কুলে হঠাৎ আগুন্তুক ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ডি।

এরপরের পর্বটা অনেকটা এলেন, দেখলেন, জয় করলেন। শ্রীনগরের স্কুলে এসে বাচ্চাদের সঙ্গে মিশে গেলেন ভারতীয় সেনাবাহিনীর ল্যাফটেন্যান্ট কর্নেল (অনারারী) । শিশুদের সঙ্গে শুধু মিশলেনই নয়, নিজের জার্নির গল্প শোনালেন মাহি। শেষে সেল্ফী আবদারও মেটালেন হাসি মুখে। হেলিকপ্টার শটের জনককে চোখের সামনে দেখে তখন উচ্ছ্বসিত শ্রীনগরের স্কুলের কচিকাঁচারা।

আড্ডার মাঝে জীবনে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে কিছু পরামর্শ দিতে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ককে৷ খুদে বাচ্চাদের সঙ্গে গল্পগুজবের ফাঁকে ধোনি বারবার তাদের বোঝাচ্ছিলেন, জীবনে পড়াশোনা আর খেলাধুলোকে সমান গুরুত্ব দেওয়া উচিৎ।নিজের জীবনের কথাও উদাহরণ হিসেবে তুলে ধরেন মাহি। ছেলেবেলাতে পড়াশুনার মাঝেই খেলাধূলার জন্য আলাদা করে সময় বার করতেন তিনি। ছাত্রজীবনে খেলাধুলা ও লেখাপড়ার মধ্য ভারসাম্য রাখতেন ধোনি। এরপর ক্রিকেটকেই কেরিয়ার হিসেবে বেছে নেন।

উল্লেখ্য, ৩৬ বছর বয়সী ধোনি ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলছেন।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর