২০২৩ এর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত। সারাদেশে মোট পাশের হার ৮০.৩৯%। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। মোট ৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। মোট ১৮,১৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আজ ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।