অনলাইন প্রতিবেদক : রাজধানীতে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পুলিশের এসপি, ওসি, ডিএসবিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিল, স্ট্যাম্প ও বিভিন্ন দ্রব্য জব্দ করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
S
S