মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রবেশ করতে দিতে হবে বলে জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার নিউইয়র্কের জাতিসংঘের ৭২তম অধিবেশনে উদ্বোধনী বক্তৃতায় এই আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। মিয়ানমারের নেত্রী অং সান সু চির রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কয়েক ঘন্টা পরই জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানালেন।
গুতেরস বলেন, মনে রাখুন, অং সান সু চি জাতিসংঘের কফি আনানের সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। এই সুপারিশে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি রয়েছে। উত্তর কোরিয়া ও অন্যান্য রাষ্ট্রের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়টি তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, পারমাণবিক বোমা ব্যবহার করার বিষয়টি কল্পনাও করা যায় না। কিন্তু পুরো বিশ্ব আজ পরমাণু অস্ত্র নিয়ে উদ্বিগ্ন। স্নায়ু যুদ্ধের পর পরমাণু অস্ত্র নিয়ে এমন উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের এই সম্মেলনে ১৯৩টি দেশের প্রতিনিধি রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মেলনে যোগ দিয়েছেন।