রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে মঙ্গলবার সকালে গলায় ফাঁস নিয়ে একজন আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীর আঃ মান্নান খানের (৪৫) পিতা নওশের আলী খান। বাড়ি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে।
বালিয়াকান্দি থানার এস আই দিপন কুমার মন্ডল জানান, দেনা পরিশোধে ব্যর্থ হয়ে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী বাগানে আমগাছের ডালের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছেন। এব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।