‘সাপ’ শব্দটা শুনলেই অনেকের পিলে চমকে যায়। আর দেখলে তো কথাই নেই, ত্রাহি চিৎকার! যদি দেখেন সেই সাপ আপনার টয়লেটে! ভাবতেই হয়ত আপনার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়।
প্রকৃতির ডাকে সারা দিতে কমোডে বসেছিলেন এক ব্যক্তি। সেই সময়ই তিনি শুতে পান ‘হিস্ হিস্’ শব্দ।
উঁকি দিতেই দেখেন কমোডের ভিতর একটা খয়েরি রঙের ‘ট্রি’ সাপ। প্রথমে ফ্লাশ করে সাপটি তাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু নাছোড়বান্দা সাপ কমোড ছেড়ে যেতেই চায় না। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন ওই ব্যক্তি।
শেষে কমোড গর্ত করে সাপটির লেজ ধরে টেনে বের করে অনেন তিনি।
সাপ ধরার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। দেখুন-