চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার দেওয়ান বাজার ডিসি রোডের এস বি কে স্কয়ার নামের ছয় তলা একটি ভবনে মাদকের আস্তানা থেকে ৮৪ কেজি গাঁজাসহ হাবীব উল্লাহ জাহেদকে গ্রেফতার করেছে র্যাব-৭।
অভিযানকালে ২৪ বোতল ফেনসিডিল ও একটি ইলেক্ট্রনিক্স ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র্যাব-৭ এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার মাদক চক্রের সঙ্গে যোগসাজশে জাহেদ মাদক কেনাবেচা করে আসছে বলে স্বীকার করে। উদ্ধার করা গাঁজা এবং ফেনসিডিলের আনুমানিক মূল্য আট লাখ ৬৪ হাজার টাকা। গ্রেফতার আসামিকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।