ব্লুমফন্টেইনে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি থেমেছে স্থানীয় সময় সকাল নয়টার দিকে। এরপর থেমে থেমে বৃষ্টি হয়েছে স্থানীয় সময় ১১টা ১৫ মিনিট পর্যন্ত। প্রায় ঘণ্টা দেড়েক কাজ করার পর মাঠ খেলার উপযোগী হয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময় থেকে দু ঘণ্টা দেরিতে। খেলা শুরু হয় দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে তিনটায়)।
এর আগে গতকাল শুক্রবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্লুমফন্টেইনে ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। হাসিম আমলা ৮৯ এবং ফাফ ডুপ্লেসিস ৬২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। ওপেনিং ব্যাটসম্যান ডেন এলগার ও অ্যাইডেন মার্করাম ২৪৩ রানের জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। টিম্বা বাভুমা অবশ্য ভালো করতে পারেননি। বাংলাদেশের হয়ে শুভাশিষ রয় ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট লাভ করেন।