দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ ৮১ জনকে আটক করেছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ৮১ জনকে আটক করে।
এরা মধ্যে ৩৪ জন মাদক ব্যবসায়ী।
তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা, ৩১ বোতল ফেনসিডিল, ৫৪৫ গ্রাম গাঁজা, ৯৫ পিস ইনজেকশন, সাড়ে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় আটক ৮১ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের অয়্যারলেস অপারেটর মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।