৭১ শতাংশ মার্কিনি বিশ্বাস করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দেশের রাজনীতি বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। নতুন এক জরিপে এমন তথ্য জানা গেছে।
সিএনএনের খবরে জানা যায়, ওয়াশিংটন পোস্ট-ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের শনিবারের জরিপ বলছে, ২৯ শতাংশ মার্কিনির বিশ্বাস, ট্রাম্পের আমল জুড়েই যুক্তরাষ্ট্রের রাজনীতি মতভিন্নতা ছিল। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ বলছে, রাজনীতি বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।
২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ বলছে, ভিয়েতনাম যুদ্ধের সময় রাজনীতিতে যে মতভিন্নতা ছিল এখনো পরিস্থিতি প্রায় সে রকম। ওই সময়ে যারা প্রাপ্তবয়স্ক ছিলেন তাঁদের মধ্যে নেওয়া আলাদা জরিপে এই মত ৭৭ শতাংশের বেশি।
৫১ শতাংশ যুক্তরাষ্ট্রের রাজনীতির অচলাবস্থার জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। ৬৫ শতাংশ রাজনীতিতে অর্থের ব্যাপক ব্যবহারের জন্য, ৫৬ শতাংশ সম্পদশালী দাতার জন্য, ৫৩ শতাংশ উগ্রপন্থী মনোভাবাপন্ন মানুষের জন্য এককভাবে ট্রাম্পকে দায়ী করেছে। ৩৮ শতাংশ দায়ী করেছে রিপাবলিকানদের। ৩২ শতাংশ ডেমোক্র্যাটদের। আর ৪৭ শতাংশ কংগ্রেস সদস্যদের।
রাজনৈতিক অচলাবস্থার জন্য ৪৯ শতাংশ মানুষ দায়ী করেছে সংবাদমাধ্যমকে। তাঁরা আবার এই পরিস্থিতির জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমকেও দায়ী করেছে।
৪২ শতাংশ বলছে, ট্রাম্পের নির্বাচন বৈধ ছিল না। ১৪ শতাংশ মনে করে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০০৮ সালের নির্বাচন বৈধ ছিল না।
ওয়াশিংটন পোস্ট-ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড জরিপ চলে ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এক হাজার ৬৬৩ জনের সাক্ষাৎকার নেওয়া হয় টেলিফোন, মুঠোফোন এবং অনলাইনের মাধ্যমে। তবে জরিপের ফলাফল ৩.৫ শতাংশ এদিক-ওদিক হতে পারে বলেও জানানো হয়।
জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ ট্রাম্প প্রশাসনকে অচল বলছে। ৮০ শতাংশ কংগ্রেস সম্পর্কেও একই মত দিয়েছে।