বিপিএলে এবার দারুণ ফর্মে রয়েছেন এভিন লুইস। আগের চার ম্যাচ থেকে তুলে নিয়েছিলেন দুটি হাফ সেঞ্চুরি। আজ রাজশাহী কিংসের বিপক্ষে দেখা পেলেন তৃতীয় হাফ সেঞ্চুরির। রাজশাহী কিংসের বিপক্ষে আজ ঢাকা ডায়নামাইটস ৭ উইকেটে ২০১ রান তুলেছেন এভিন লুইস, শেষে কাইরন পোলার্ডের কল্যাণেই।
টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ক্যারিবীয় ওপেনার লুইস। হাবিবুর রহমানের প্রথম বলেই শুরু করেন বাউন্ডারি মেরে। ওই ওভারের চতুর্থ বলে তুলে নেন আরও একটি বাউন্ডারি। পরের ওভারে মেহেদী হাসান মিরাজকেও পিটিয়েছেন বেধড়ক। এই ওভারে ২ ছক্কা ও ১ বাউন্ডারি মিলিয়ে মোট ১৬ রান তুলে নেন লুইস।
লুইসের ওপেনিং-সতীর্থ শহীদ আফ্রিদি পঞ্চম ওভারে মিরাজের শিকার হয়ে ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড় থামেনি। দশম ওভারের শেষ বলে লুইস যখন আউট হন, ঢাকার স্কোর তখন ৩ উইকেটে ৯৯। অর্থাৎ লুইসের ৩৮ বলে ৬৫ রানের তাণ্ডবে ওভারপ্রতি প্রায় ১০ রান করে তুলেছে ঢাকা ডায়নামাইটস। শেষ ১০ ওভারেও প্রায় একই গতিতে রান তুলেছে সাকিব আল হাসানের দল। তবে অধিনায়ক সাকিব আজও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আসরটিতে এ নিয়ে ৫ ম্যাচ খেললেও হাফ সেঞ্চুরি দূর অস্ত, সাকিব এখনো ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলতে পারেননি। আজকেও ভালো শুরু করেও সমিত প্যাটেলকে উইকেট দেন সাকিব (১১)।
১৩.৩ ওভারে সাকিব আউট হওয়ার সময় ঢাকার স্কোর ছিল ৫ উইকেটে ১২৪। এখান থেকে দলকে টেনেছেন কুমার সাঙ্গাকারা ও কাইরন পোলার্ড। ১৩.৪ ওভারে পোলার্ডের সঙ্গে উইকেটে জুটি বাঁধেন সাঙ্গাকারা। ১৯.১ ওভারে সাঙ্গাকারা আউট হওয়ার আগে পোলার্ডকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৬০ রানের দুর্দান্ত জুটি উপহার দেন। সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৮ রান। ক্যারিবীয় তারকা পোলার্ড টিকে ছিলেন শেষ পর্যন্ত। স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিংয়ে এবারের আসরে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন পোলার্ড। ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ২৫ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। অর্থাৎ ঢাকার ইনিংসের পাল ছুটেছে মূলত ক্যারিবীয় ঝড়ে—শুরুতে লুইস, শেষে পোলার্ড।
যদিও পোলার্ডের ইনিংসটি বেশি দূর যেতে পারত না, যদি ১৮.২ ওভারে মুমিনুল হক ক্যাচ না ছাড়তেন! পোলার্ড তখন ২৮ রানে ব্যাট করছিলেন। মিডউইকেটে তাঁর ক্যাচ ছাড়েন রাজশাহীর এ ব্যাটসম্যান। এর আগে নাদিফ চৌধুরীর ক্যাচও ছেড়েছেন তিনি। মুমিনুল এখন ব্যাট হাতে এ ব্যর্থতা পুষিয়ে দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
স্মার্ট নিউজ টোয়েন্টিফোর