এ বছরের মে মাসের প্রথম ২০ দিনে স্বাভাবিকের চেয়ে ১৫ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তা ছাড়া কয়েক দিন পর মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে চলে আসবে। তখন বৃষ্টির প্রবণতা আরও বেড়ে যাবে। এর লক্ষণটা এরই মধ্যে দেখা যাচ্ছে।
চাঁদপুরে ৫২ মিলিমিটার ও ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। গত শনিবার সকাল ছয়টা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৭ মিলিমিটার। গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে—১০৭ মিলিমিটার।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত ৩০ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর মে মাসে সাধারণত স্বাভাবিক বৃষ্টি হয়ে থাকে। সেই হিসাবে ২০ মে পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা ৭ হাজার ২১০ মিলিমিটার। কিন্তু এ সময় বৃষ্টি হয়েছে ৮ হাজার ৪১১ মিলিমিটার। এটি স্বাভাবিকের চেয়ে ১৫ দশমিক ৪ মিলিমিটার বেশি। তাই এখন প্রকৃতি অস্বাভাবিক আচরণ করছে। মনে হচ্ছে, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের প্রভাবেই এ অবস্থা চলছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।