মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের দেয়া ১৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে আট উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে ওপেনার ফাফ ডু প্লেসিস ৪২ বল খেলে ৬৭ রান করে অপরাজিত থাকেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান দুই ওভার বল করে ২০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। চার ওভার বল করে ১১ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন রশীদ খান। এছাড়া ভুবনেশ্বর কুমার ১টি, সন্দ্বীপ শর্মা ২টি, সিদ্ধার্থ কাউল ২টি করে উইকেট নেন।