ময়মনসিংহ গাঙিনারপাড় এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটটিতে জুতা, কাপড়, প্রসাধনী ও দরজির তিন শতাধিক দোকান আছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হকার্স মার্কেটে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। মার্কেটে তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। সকাল পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঈদকে সামনে রেখে প্রতিটি গার্মেন্টস ও জুতোর দোকানে প্রচুর মালামাল মজু করা হয়েছিল। অনেকে ব্যংক ও স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়াসূদে ঋণ নিয়ে মালামাল কিনেছিলেন। ভয়াবহ অগ্নিকান্ডের কারণে এসব ব্যবসায়ীদের এখন পথে বসতে হবে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মার্কেটের চারপাশে দুর্গাবাড়ি রোড, রামবাবু রোড, ওল্ড ক্লাব পুলিশ রোড ও গাঙিনাপাড় সড়কে ভিড় জমায়। এসময় অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙ্গে পড়েন।