আজ আমাদের যুব সমাজের অধিকাংশ যুবক হুমকির মুখে পরে আছে সুধুমাত্র এই মাদকের জন্যে। বর্তমান সময়ে র্যাব ও পুলিশ সদস্য রা মিলে একটি মাদক বিরধী অভিযান চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে বিভিন্ন স্থানে বন্ধুক যুদ্ধের ঘটনা ও শোনা যায়।
এমতাবস্তায় নানা বাধা বিপত্তির পরে ও আমাদের মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা এ অভিযান চালিয়ে যাবার নির্দেশ দেন। আজকের যুব সমাজ আগামির ভবিষ্যৎ, যুব সমাজ হুমকির মুখে থাকা মানে হচ্ছে দেশ ও জাতি হুমকির মধ্যে থাকা। দেশ ও জাতির কল্যানে এ মাদক বিরধী অভিযান পুরোপুরি সম্পন্ন করা উচিত।