গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা তার ফেসবুক পেজে ওই ছবি আপলোড করেন।বরিশালে গোয়েন্দা পুলিশের হেফাজতে হাতকড়া পরা এক ব্যক্তির ইয়াবা সেবনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবির ওই ব্যক্তির নাম মাউদুত করিম। তিনি সদর উপজেলার পশুরীকাঠি এলাকার মোবারক করিমের ছেলে এবং চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের চাচাতো ভাই বলে জানা গেছে।
মাউদুত করিমকে ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। এ সময় কৌতূহলী হয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা মাউদুত করিমের কাছে ইয়াবা সেবনের দৃশ্য দেখতে চান।সেখানে উপস্থিত কেউ মুঠোফোনে ইয়াবা সেবনের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ছবিটি গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের ফেসবুক পেজে পাওয়া যায়।