মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাংসদ এ কে এম শামীম ওসমান।তিনি জানান, বর্তমান সরকারকে মানুষ ক্ষমতায় এনেছে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা প্রমাণ করে দিতে চাই, বর্তমান সরকার জনগণের বন্ধু হয়েই পাশে থাকবে। অচিরেই আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে পুলিশ সুপারকে সাথে নিয়ে এ ব্যাপারে সমাবেশ করবো।
মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ শুধুমাত্র পুলিশ প্রশাসনের একার পক্ষে জয়ী হওয়া সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ জেগে উঠবেন। শামীম ওসমান আরো বলেন, শুধু মাদকই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং-এর বিরুদ্ধেও আমাদের জেগে উঠতে হবে। সচেতনতা সৃষ্টি হলেই এসব অপরাধী ও সমাজের শত্রুদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ হয়ে এগিয়ে আসবেন বলে আমি আশা রাখি।