বিশ্বকাপ ফাইনাল 2019 আজ মুখোমুখি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। নিজেদের মাঠে খেলার লরাইয়ে এগিয়ে থাকবে ইংল্যান্ড কিন্তু নিউজিল্যান্ড তাদের দলের শক্তির উপর ভরশা রেখেই কাপ তাদের করে নিতে চাইবে। এর পূর্বে কেউই কাপ নিজেদের ঘরে তুলতে পারেনি। তাই বুঝাই যাচ্ছে মাঠের লড়াই জমে উঠবে।
(রিপোর্ট: আবু জুবায়ের হোসেন রাব্বি)