আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রামে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পাওয়া যায়নি।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম।
রংপুর থেকে কুড়িগ্রামগামী বাসটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয় এবং এতে চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।