পাকিস্তানকে তাদের পাঁচ অনুপ্রবেশকারীর মৃতদেহ ফেরত নিতে বলল ভারতীয় সেনা। গত দুদিনে জম্মুর কেরন সেক্টরে সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এই জঙ্গি ও পাকিস্তানের সেনারা। রবিবার তাদের মৃতদেহ পাকিস্তানে ফিরিয়ে নিতে বললেও ইসলামাবাদের পক্ষ থেকে এখনও কোনও সাড়া মেলেনি।জম্মু-কাশ্মীরে ভারত তাদের অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যা ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে সীমান্ত এলাকায়।
গত শনিবারই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা কেরন সেক্টর দিয়ে ৩১ জুলাই রাত পেরিয়ে ১ আগস্ট ভোর রাতের দিকে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সাত থেকে আটজনের একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করে। সেই সঙ্গে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখতে পাকিস্তানের দিক থেকে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারী গোলাবর্ষষণ শুরু হয়। ভারতও তার পাল্টা জবাব দেয়।অন্যদিকে কর্তব্যরত সেনা সদস্যরা ওই জঙ্গি দলটিকেও বাধা দেয়। জঙ্গিরা গুলি চালায়। পাল্টা গুলিতে নিহত হয় ব্যাটের পাঁচসদস্য। তাদের মরদেহ উদ্ধার হয়েছিল শনিবারই।
সেনা সূত্রে জানানো হয়েছে, শান্তির বার্তা দিয়ে ওই পাঁচটি দেহ পাকিস্তানকে ফেরত নিতে বলা হয়েছে। কিন্তু পাকসেনা বা সরকারের পক্ষ থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি। বরং সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান।ভারতীয় সেনার পদস্থ এক কর্মকর্তা জানান, পাকিস্তান যে বরাবর জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে, এই ঘটনা থেকে তা আরও একবার স্পষ্ট হল। নিয়ন্ত্রণ রেখায় যতই গুলি চালানো বা অনুপ্রবেশের চেষ্টা করুক পাকিস্তান, ভারতীয় সেনা তা রুখে দেবে।
অন্য দিকে এই ঘটনার পর থেকেই কেরন সেক্টরে উত্তেজনা অব্যাহত। মাঝেমধ্যেই সীমান্তের ও পার থেকে গোলাবর্ষণ হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরাও।
এর আগে শুক্রবার পর্যটক ও অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা।