বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাস। উপরন্তু বিশ্বের বিভিন্ন দেশে নিত্যনতুনরূপে হানা দিচ্ছে করোনা। গেল ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি।
বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ১৯ লাখ ৭২ হাজার ৬৫০ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ১০ হাজার ১৩৫ জনের। সুস্থ হয়েছেন ৬ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৮২৯ জন। ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৬ লাখ ৬৪ হাজার ৯০২ জন, মারা গেছেন ১৫ হাজার ৮১৬ জন।
এদিকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে বুধবার চীনের হেইলংজিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটিতে ৩ কোটি ৭০ লাখের বেশি লোক বাস করেন। গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। এরপর দেশটি কঠোরভাবেই করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু সম্প্রতি করোনার বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউনসহ ভ্রমণনিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২ কোটিরও বেশি লোক বর্তমানে লকডাউনের আওতায় রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিজিয়াং প্রদেশের সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। ভীষণ দরকার না পড়লে প্রদেশ না ছাড়তে এবং সভা-সমাবেশ না করতে জনগণকে বলা হয়েছে। বুধবার প্রদেশটিতে ২৮ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।