রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৪টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ
কমিশনার মুহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে সরমা হাইজ ছিল। মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে পুলিশের প্রতিনিধি চাইলে আমরা দেব। তবে এ বিষয়ে এক্সপার্ট ফায়ার সার্ভিস। তারাই তদন্ত করবেন, তারাই মতামত দেবেন।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন
রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন, রাশমনো স্পেশালাইজড হাসপাতাল ভবন, নজরুল শিক্ষালয় ভবন, আড়ং শোরুম ভবন, বিশাল সেন্টার ভবন, ডম ইনো বাণিজ্যিক ভবন, বেস্ট বাই ভবন, বেঙ্গল ট্রেডস সেন্টার ভবন, ক্যালকাটা ড্রাই ক্লিনার্স সেন্টার, মগবাজার প্লাজা, হামদাদ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র, ভিশন এম্পোরিয়াম সেন্টার।এসব ভবন প্রতিটিই বহুতল। প্রতিটি ভবনে একাধিক দোকানসহ বাণিজ্যিক অফিসের কার্যালয় রয়েছে। বিস্ফোরণে এসব দোকান ও অধিকাংশ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি যে, গ্যাস বা গ্যাস জাতীয় কোনো জিনিস থেকে মগবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।