‘মলনুপিরাভির’ করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
করোনার নতুন ওষুধ মলনুপিরাভির উৎপাদনের জন্য ইতোমধ্যে স্কয়ার, বেক্সিমকো, রেনেটা ও বিকন ফার্মাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওষুধটি উৎপাদন ও বাজারজাত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে।
যেসব প্রতিষ্ঠান আবেদন করেছে দীর্ঘদিন ধরে তারা ওষুধটি উৎপাদনের চেষ্টা করছে। আমরা সব কিছু দেখে খুব শিগগির অনুমতি দিতে যাচ্ছি। এটি হলে বাজারজাত করতে কোনো সমস্যা হবে না।’
বেসরকারি ওষুধ কোম্পানি বেক্সিমকো অনুমোদন পেয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের পাওয়ার কথা রয়েছে।
করোনাভাইরাস চিকিৎসায় টিকা ছাড়া এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ নেই। করোনার চিকিৎসায় মুখের খাওয়ার ওষুধ মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার।