রংপুরসহ উত্তর জনপদে দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলছে। হিমালয়ের পাদদেশীয় এ জনপদে এবার শীত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে শীত মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবেই কম।
প্রকৃতিতে এখন হেমন্তের হিমেল হাওয়া বইলেও হিমালয়ের পাদদেশীয় রংপুরসহ উত্তর জনপদে এখনই শীত যেন জেঁকে বসেছে। দিনে খানিকটা হালকা গরম অনুভূত হলেও বিকাল থেকে সকাল, হালকা শীতে এখনই যেন কাবু করে ফেলছে এ জনপদের জনজীবন।এদিকে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগ নিউমোনিয়া ও শিশু ডায়রিয়ায় শিশু রোগীর সংখ্যাও বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ উত্তরের প্রতিটি হাসপাতালেই শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরম কাপড়ের অভাবে গরীব ও শীতার্ত মানুষের বাড়ির আঙিনায় কিংবা ফুটপাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
বাজারগুলোতে কিছুটা ভিড় লক্ষ্য করা গেলেও বেশিরভাগ সময় শহরের ব্যস্ততম সড়কগুলো প্রায় জনশূন্য দেখা যায়। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে মূলত তাপমাত্রা ওঠানামা করছে। আর তাপমাত্রা ওঠানামা করায় এ জেলার তীব্র শীত অনূভূত হচ্ছে।