আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই তীব্র শীতে বৃষ্টি দেখলো রাজধানীবাসী। আজ বুধবার বিকালে ঠিক যেন আষাঢ় মাসের মতো হানা দিলো বৃষ্টি। এতে রাতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এছাড়া এই আবহাওয়া বিরাজ করতে পারে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এর আগে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে।