ক্যান্সার চিকিৎসায় নুতুন আশার আলো নিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এখন থেকে বিশ্বখ্যাত সর্বাধুনিক পদ্ধতি আইসোটোপ বিহীন ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা করবে এ হাসপাতাল। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি।ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তুলে ধরে সেমিনারে বলা হয়, প্রচলিত ব্রাকিথেরাপিতে ক্যান্সার টিস্যুর ভেতর রেডিওএ্যাক্টিভ সর্সো দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এগুলো রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত। ক্যান্সার রোগীদের সুবিধার কথা ভেবে নগর গণস্বাস্থ্য হাসপাতালে এই সর্বাধুনিক পদ্ধতির ক্যান্সার চিকিৎসা ব্যাবস্থা ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে চিকিৎসা করা হবে।