ঋতুরাজ বসন্তের শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি)। এবার করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বসন্তবরণ উৎসব সীমিত পরিসরে আয়োজন করা হবে।
‘এবার সীমিত আকারে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হবে।
কোভিড-১৯ এর কারণে এবারের উৎসব খুবই সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। অতীতের মতো উত্তরা, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এমনকি বিকালের যে অনুষ্ঠানটি হয় সেটিও বাতিল করা হয়েছে। আমাদের কমিটির কিছু সদস্য থাকবেন। সেখানে কিছু কথাবার্তা হবে। এবারের আয়োজন অত্যন্ত ক্ষুদ্র।’