পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্ব দিকের জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ সোমবার সকালের জোয়ারে ডলফিনটি ভেসে এসে ওই স্থানে আটকা পড়ে বলে জানান স্থানীয় লোকজন। এরপর খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা গিয়ে সৈকতের বালুচর থেকে পরপয়েজ প্রজাতির মৃত ডলফিনটি উদ্ধার করেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ভেসে আসা ডলফিনটি সদ্য মৃত বলে মনে হয়েছে। এর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
গত দুই বছরে কুয়াকাটা সৈকতে একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে। অথচ কোনো প্রতিকার হচ্ছে না। ডলফিনগুলোর মারা যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করতে উদ্যোগ নেওয়া দরকার। সমুদ্রে জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করাও জরুরি।