জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র রমজান মাস এলেই এক অন্য রকম আবহের সৃষ্টি হয়। নামাজ, কোরআন তিলাওয়াত আর জিকির-আজকারে সারা দিনই মুখর থাকে দেশের প্রধান এই মসজিদ। সন্ধ্যায় ইফতারের সময় এ মসজিদে কমবেশি সব শ্রেণির হাজারো রোজাদার মুসল্লি এক কাতারে বসে ইফতার করেন।
মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বললেন, ‘গত ফেব্রুয়ারিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পর এই রমজান থেকে প্রতিদিন ৭০০ মানুষকে ইফতার করানো হচ্ছে। মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এই ইফতারের যাবতীয় খরচ বহন করছেন। ’
প্রতিবছর হাজার দেড়েক মানুষকে সরকারিভাবে মসজিদে ইফতার করায় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু মহামারির কারণে গত দুই রোজার মতো এবারও তারা ইফতারের আয়োজন করেনি। তবে এবার ফাউন্ডেশনের ইফতারির ব্যবস্থা না থাকলেও , সাধারণ মুসল্লি, আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ী বা পথচারীদের ইফতারির কোনো কমতি হচ্ছে না। হাজার হাজার মানুষ আগের মতোই এক কাতারে বসে ইফতার করছেন।