পদ্মার বুকে থৈ থৈ জল। স্রোতের গর্জন আর ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। সূর্য পশ্চিমে হেলে পড়তেই মৃদু অন্ধকার নেমে আসতে শুরু করে পদ্মার বুকে। অন্ধকার একটু গাঢ় হতেই জ্বলে ওঠে আলো! স্বপ্নের পদ্মা সেতুতে সংযোজন করা বাতি জ্বলে উঠতেই বর্ণিল রেখার মতো পদ্মার বুকে যেন সৃষ্টি হয় আকাশের ‘ছায়াপথ’! যে ‘পথ’ পথ দেখাবে, যে পথ স্বপ্ন জয়ের ।
পদ্মা সেতুতে জ্বলে ওঠা আলোর মুগ্ধতা সাধারণ মানুষের মনে এমন ভাবনাই জাগিয়ে তোলে। পদ্মা সেতু দেখতে প্রতিদিনের মতোই পদ্মার নদী শাসন বাঁধে দর্শনার্থীদের ভিড়। সেতুতে জ্বলে ওঠা আলোতে যেন মুগ্ধতা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের চোখে-মুখে। এ যেন পদ্মার বুকে স্বপ্ন জয়ের প্রদীপ! সরজমিন পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পদ্মার নদী শাসন বাঁধ, টোলপ্লাজাসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে সেতু নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস।
আগামী ২৫ তারিখ সাধারণের জন্য খুলে দেয়া হবে সেতুর দ্বার।আমাদের কাছে ২৫শে জুন হবে স্মরণীয় দিন!’ জানা গেছে, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। মূল সেতুতে রয়েছে ৩২৮টি ল্যাম্পপোস্ট।